মলয় চন্দন সাহা

মলয় চন্দন সাহা

মলয় চন্দন সাহা-গ্রাফিক ডিজাইন শিল্পমাধ্যমটিকে যিনি ধারণ করেছেন কর্মে, হৃদয়ে ও মননে। ২৬ বছর ধরে এ শিল্পের সঙ্গে তাঁর নিত্য বসবাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএফএ ডিগ্রি অর্জনের পর ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড আর্টে এমভিএ ডিগ্রি অর্জন করেন। তিনি দেশের অন্যতম বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশন্স, অ্যাডকম, ইউনিট্রেন্ড, বিটপী প্রভৃতিতে তাঁর ক্যারিয়ার গড়েছেন। পরিচালনা করেছেন বহুজাতিক ও অভ্যন্তরীণ অন্তত অর্ধশতাধিক ব্রান্ডের কার্যক্রম। একাধিক সংস্থার পরামর্শক এবং ফ্রিল্যান্স ব্রান্ড আইডেন্টেটি ডিজাইনার হিসেবে বর্তমানে কর্মরত। 'গ্রাফিক ডিজাইন সুচনা' তাঁর প্রথম গ্রন্থ।

মলয় চন্দন সাহা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon